সোমবার (২৮ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ভাড়া বাসায় অভিযান চালিয়ে ৩১টি পাসপোর্টসহ মিলনকে আটক করে র্যাব-৮ এর একটি দল। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু বকর পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আটক এনামুল হক মিলন বরগুনা সদর উপজেলার ৫ নম্বর আয়লাপাতাকাটা ইউনিয়নের বাসিন্দা মো. হামিদের ছেলে।
অভিযান পরিচালনা করেন পটুয়াখালী র্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মো. রইছউদ্দিন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মিলনকে প্রমাণসহ হাতেনাতে আটক করা হয়। জেলায় এ ধরনের আরও অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
আরএ