ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনায় ভ্রাম্যমাণ আদালতে দালালের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
বরগুনায় ভ্রাম্যমাণ আদালতে দালালের কারাদণ্ড

বরগুনা: বরগুনায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৮) অভিযানে এনামুল হক মিলন নামে এক দালালকে ৩১টি পাসপোর্টসহ আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ভাড়া বাসায় অভিযান চালিয়ে ৩১টি পাসপোর্টসহ মিলনকে আটক করে র‌্যাব-৮ এর একটি দল। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু বকর পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আটক এনামুল হক মিলন বরগুনা সদর উপজেলার ৫ নম্বর আয়লাপাতাকাটা ইউনিয়নের বাসিন্দা মো. হামিদের ছেলে।

অভিযান পরিচালনা করেন পটুয়াখালী র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মো. রইছউদ্দিন।  

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মিলনকে প্রমাণসহ হাতেনাতে আটক করা হয়। জেলায় এ ধরনের আরও অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।