বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের (৬৫) মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে তার নামপরিচয় জানা যায়নি।
সোমবার (২৮ অক্টোবর) ভোরে উপজেলার মহিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বিকেল ৪টায় বাংলানিউজকে জানান, ভোরে উপজেলার মহিপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে মর্গে পাঠিয়েছে। তার নামপরিচয় জানার চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
কেইউএ/ওএইচ/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।