ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে এসিল্যান্ডের পর ম্যাজিস্ট্রেট প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
দিনাজপুরে এসিল্যান্ডের পর ম্যাজিস্ট্রেট প্রত্যাহার

দিনাজপুর: দিনাজপুরে রাষ্ট্রীয় সম্মান ছাড়া মুক্তিযোদ্ধাকে দাফন ঘটনায় এসিল্যান্ড আরিফুল ইসলামের পর ম্যাজিস্ট্রেট মহসীন উদ্দীনকে প্রত্যাহার করা হয়েছে। 

রাষ্ট্রীয় সম্মান ছাড়া মুক্তিযোদ্ধাকে দাফন ও মুক্তিযোদ্ধার প্রতি অসৌজন্যমূলক আচরণের ঘটনায় গঠিত রংপুর বিভাগীয় কমিশনারের তদন্ত কমিটির সুপারিশে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনারকে প্রত্যাহার করা হয়।  

সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর বিভাগীয় কমিশনারের গঠিত তদন্ত কমিটির একক সদস্য অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. জাকির হোসেন।

 

এর আগে সোমবার সকালে রংপুর বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলামের নির্দেশে সদর এসিল্যান্ড (সহকারী কমিশনার ভূমি) মো. আরিফুল ইসলামকে প্রত্যাহার করা হয়।  

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।