মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা ১২টায় সাতক্ষীরা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান আকরামুল হক এ আদালত পরিচালনা করেন।
সূত্র জানায়, মথুরাপুর বাজারের জয়নাল বেকারিতে দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের নির্দেশে সেখানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান আকরামুল হক।
অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন এবং খাদ্যে নিষিদ্ধ সাল্টু, ইন্ডাস্ট্রিয়াল গ্রেড কালার ও ফুড এসেন্স ব্যবহারের প্রমাণ পেয়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
আরএ