ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সিংড়ায় ফেনসিডিলসহ ৩ বিক্রেতা আটক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
সিংড়ায় ফেনসিডিলসহ ৩ বিক্রেতা আটক 

নাটোর: নাটোরের সিংড়া থেকে ৯৩৪ বোতল ফেনসিডিল ও একটি মিনি ট্রাকসহ তিন মাদকবিক্রেতাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৫।  

এর আগে, সোমবার (২৯ অক্টোবর) দিনগত রাতে সিংড়া পৌর শহরের নিংগইন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জালশুকা গ্রামের জাকির হোসেন (৪৮), টাকিয়া কদমা গ্রামের অবিরাম সরকারের ছেলে মানিক সরকার (৩৪) ও একই গ্রামের মুনজুর রহমান (৪৫)।  

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিনগত রাতে নিংগইন এলাকায় আব্দুর রহিমের বাড়ির পাশে অভিযান পরিচালনা করেন র‌্যাব। সেসময় একটি ট্রাকে তল্লাশি করে ৯৩৪ বোতল ফেনসিডিল জব্দসহ ওই তিন জনকে আটক করা হয়। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে সিংড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।