ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সোনারগাঁওয়ে যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
সোনারগাঁওয়ে যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার কাঁচপুর নয়াবাড়ী এলাকায় অবস্থিত গ্রিনলাইন ওয়ার্কশপের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কাচঁপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বাংলানিউজকে জানান, মঙ্গলবার সকালে কাঁচপুর নয়াবাড়ি গ্রিনলাইন ওয়ার্কশপের সামনে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, অজ্ঞাতপরিচয় ওই যুবকের গায়ের রং শ্যামলা। তার পরনে গোলাপি রংয়ের ফুলহাতা শার্ট এবং কালো রংয়ের প্যান্ট রয়েছে।

উদ্ধার হওয়া যুবকের পরিচয় সনাক্তের জন্য তাৎক্ষণিকভাবে কোনো আলামত পাওয়া যায়নি। তবে যুবকের আঙ্গলের ছাপ নিয়ে নির্বাচন অফিসের সহায়তায় ডিজিটাল পদ্ধতিতে পরিচয় সনাক্ত করার চেষ্টা অব্যাহত আছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।