মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে আশুলিয়া থানায় তাদের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন ভুক্তভোগী তরুণী।
এর আগে, সোমবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে আশুলিয়ার তয়ৈবপুর এলাকায় আজিমউদ্দিন মোল্লার বাড়িতে এ গণধর্ষণের ঘটনা ঘটে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন- আকবর হোসেন (২৩), শান্ত (২১), মাহিদ (২৩), ইমরান (২০), রবিন (২৪) ও বাড়ির মালিক আজিমউদ্দিন মোল্লাহ (২৩)।
বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ জিয়াউল ইসলাম জানান, সোমবার রাতে গণধর্ষণের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সকালে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে আকবর হোসেন, শান্ত, মাহিদ, ইমরান এ গণধর্ষণের ঘটনা ঘটায় ও রবিন, বাড়ির মালিক আজিমউদ্দিন মোল্লা তাদের সহযোগিতা করেন।
তিনি বলেন, গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের বিরুদ্ধে দুপুরে থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ভুক্তভোগী তরুণীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, অক্টোবর, ২০১৯
আরএ