ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

যমুনায় ইলিশ শিকারের দায়ে ৭ জেলের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
যমুনায় ইলিশ শিকারের দায়ে ৭ জেলের কারাদণ্ড

সিরাজগঞ্জ: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সিরাজগঞ্জে যমুনা নদীতে ইলিশ শিকারের দায়ে ৭ জেলেকে আটকের পর প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান এ দণ্ডাদেশ দেন।  

এর আগে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকায় যমুনা নদীতে অভিযান চালিয়ে ওই ৭ জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ৫৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশও জব্দ করা হয়।  

সাজাপ্রাপ্তরা হলেন- বেলকুচি উপজেলার মূলকান্দি গ্রামের মৃত জহুর উদ্দিনের ছেলে শাহ আলম (২৫), আকতার আলীর ছেলে আব্দুল্লাহ (৩৭), শুকুর আলীর ছেলে নূর ইসলাম (৫০), টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার বেলোটিয়া গ্রামের আমজাদ সরকারের ছেলে নূরনবী সরকার (২৬), ছলিমের ছেলে নূর উদ্দিন (৩৬), ছালামের ছেলে সোলায়মান (১৯) ও টাঙ্গাইল সদর উপজেলার চর বহুলী গ্রামের মৃত ছাকমানের ছেলে শফিকুল (৩৭)।  

ভ্রাম্যমাণ আদালতের পেশকার মিলন সরকার জানান, মঙ্গলবার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সদর উপজেলায় যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ওই ৭ জেলেকে আটক করা হয়। এ সময় ৫৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে আটক জেলেদের ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। উদ্ধার হওয়া কারেন্ট জাল পুড়িয়ে ধবংস এবং ইলিশগুলো এতিমখানায় বিতরণ করা হয়।  

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।