বুধবার (৩০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন মঙ্গলবার এথেন্সে 'বাংলাদেশ: গ্রিসের জন্য বাণিজ্যের সুযোগ' শীর্ষক এক বিজনেস টক-এ বক্তব্য রাখেন।
বাংলাদেশে বিনিয়োগের জন্য গ্রিসের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।
এথেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসিসিআই) ও গ্রিসের বাংলাদেশ দূতাবাস যৌথভাবে এ বিজনেস টকয়ের আয়োজন করে। এতে আরও বক্তব্য রাখেন এসিসিআই সভাপতি কন্সটেন্টাইন মিশোলস ও গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন।
বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
টিআর/এএ