ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ধনবাড়ীতে বাস পুকুরে পড়ে আহত ২৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
ধনবাড়ীতে বাস পুকুরে পড়ে আহত ২৮

টাঙ্গাইল: টাঙ্গাইলের ধনবাড়ীর রূপশান্তি মসজিদ মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস পুকুরে পড়ে অন্তত ২৮ জন  যাত্রী আহত হয়েছেন। 

বুধবার (৩০ অক্টোবর) সকালে টাঙ্গাইল-জামালপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে জামালপুরমুখী মাহী পরিবহনের একটি বাস ওই মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এতে বাসের অন্তত ২৮ জন যাত্রী আহত হয়েছেন। খবর পেয়ে ধনবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এর মধ্যে গুরুতর পাঁচজন যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।  

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।