ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

পবায় চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণ, আসামি পলাতক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
পবায় চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণ, আসামি পলাতক প্রতীকী ছবি

রাজশাহী: রাজশাহীর পবা উপজেলার দামকুড়া থানার পুরাতন কসবা গ্রামে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পলাশ কর্মকার (২৫) নামে একজনকে আসামি করে বুধবার (৩০ অক্টোবর) দুপুরে থানায় মামলা হয়েছে। 

পলাশ একই গ্রামের নবকুমার কর্মকারের ছেলে।

রাজশাহীর দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে বাড়িতে একা পেয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করেন প্রতিবেশী পলাশ কর্মকার।

ওই সময় ছাত্রীটি স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।  

ঘটনার পর পাশবিক নির্যাতনের শিকার নয় বছরের ওই স্কুলছাত্রী পরিবারকে বিষয়টি জানায়। এরপর তার বাবা থানায় গিয়ে পলাশের বিরুদ্ধে মামলা করেন।  

বুধবার (৩০ অক্টোবর) সকালে ওই ছাত্রীকে শারীরিক পরীক্ষার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।  

তবে, ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাশ পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
এসএস/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।