বুধবার (৩০ অক্টোবর) দুদকের সহকারী পরিচালক সাইফুল ইসলাম বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলা দায়ের করেন।
অভিযোগে বলা হয়েছে, শফিকুল আলম ফিরোজ ২০১৭-২০১৮ অর্থবছরে নিজ নামে স্থাবর সম্পদ হিসেবে অকৃষি সম্পত্তি হিসেবে এক কোটি ৪০ লাখ ৪৩ হাজার ৪৭০ টাকা আয় করেছেন।
দুদক সূত্রে জানা যায়, ফিরোজ এক সময় ধানমন্ডি ক্লাবের সভাপতি ছিলেন এবং এই সদস্য হওয়ার জন্য তিনি এককালীন ৬০ লাখ টাকা দেন। এছাড়া তার স্ত্রীর নামে ধানমন্ডিতে দুইটি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে। একইসঙ্গে তিনি অবৈধ উপায়ে অর্জিত অর্থ দিয়ে দেশ ও বিদেশে নামে-বেনামে প্রচুর পরিমাণ সম্পদ অর্জন করেছেন।
ক্যাসিনো ব্যবসার সঙ্গে ফিরোজকে গত ২০ সেপ্টেম্বর অস্ত্র ও ইয়াবাসহ ধানমন্ডি ক্লাব থেকে গ্রেফতার করা হয়।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
ডিএন/টিএ