ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ফিরোজের বিরুদ্ধে দুদকের মামলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
ফিরোজের বিরুদ্ধে দুদকের মামলা শফিকুল আলম ফিরোজ, ফাইল ফটো

ঢাকা: ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি ও কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শফিকুল আলম ফিরোজের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধ উপায়ে আড়াই কোটিরও বেশি টাকার সম্পত্তি অর্জন করার অভিযোগে তার বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) দুদকের সহকারী পরিচালক সাইফুল ইসলাম বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলা দায়ের করেন।

অভিযোগে বলা হয়েছে, শফিকুল আলম ফিরোজ ২০১৭-২০১৮ অর্থবছরে নিজ নামে স্থাবর সম্পদ হিসেবে অকৃষি সম্পত্তি হিসেবে এক কোটি ৪০ লাখ ৪৩ হাজার ৪৭০ টাকা আয় করেছেন।

কিন্তু ওই সম্পত্তির মূল্য অনেক বেশি বলে দুদকের অনুসন্ধানে পাওয়া গেছে। এছাড়া অনুসন্ধানকালে তার সুনির্দিষ্ট কোনো বৈধ আয়ের উৎস খুঁজে পাওয়া যায়নি।

দুদক সূত্রে জানা যায়, ফিরোজ এক সময় ধানমন্ডি ক্লাবের সভাপতি ছিলেন এবং এই সদস্য হওয়ার জন্য তিনি এককালীন ৬০ লাখ টাকা দেন। এছাড়া তার স্ত্রীর নামে ধানমন্ডিতে দুইটি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে। একইসঙ্গে তিনি অবৈধ উপায়ে অর্জিত অর্থ দিয়ে দেশ ও বিদেশে নামে-বেনামে প্রচুর পরিমাণ সম্পদ অর্জন করেছেন।

ক্যাসিনো ব্যবসার সঙ্গে ফিরোজকে গত ২০ সেপ্টেম্বর অস্ত্র ও ইয়াবাসহ ধানমন্ডি ক্লাব থেকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
ডিএন/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।