ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

লৌহজংয়ে ৪০ জেলে ও ক্রেতাকে জেল-জরিমানা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
লৌহজংয়ে ৪০ জেলে ও ক্রেতাকে জেল-জরিমানা  ভ্রাম্যমাণ আদালতে জেলে ও ক্রেতারা। ছবি: বাংলানিউজ

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৪০ জন জেলে ও ক্রেতাকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১০০ কেজি ইলিশ ও এক লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। 

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিয়াস শিকদার ও রিয়াজুল ইসলাম এ জেল-জরিমানা করেন।  

লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ইদ্রিস তালুকদার বাংলানিউজকে জানান, বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন অংশে অভিযান চালানো হয়।

এ সময় ৪০ জন জেলে ও ক্রেতাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৩ জনকে ১০ দিন ও দুই জনকে তিন দিন করে জেল দেওয়া হয়। এছাড়া চার জনকে আট হাজার টাকা ও একজনকে এক হাজার টাকা জরিমানা করা হয়।  

তিনি বলেন, অভিযানে ১০০ কেজি মা ইলিশ ও এক লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। ইলিশগুলো  বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘন্টা, অক্টোবর ৩০, ২০১৯ 
এমআরএ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।