ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

স্বামী-স্ত্রী মিলে মাদক ব্যবসা, অবশেষে শ্রীঘরে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
স্বামী-স্ত্রী মিলে মাদক ব্যবসা, অবশেষে শ্রীঘরে

যশোর: যশোরের চৌগাছা উপজেলায় প্রাইভেটকারে করে ভারতীয় ফেনসিডিল পাচারকালে এক দম্পতিকে আটক করেছে পুলিশ।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলা শহরের ভাস্কর্য মোড় থেকে এ দম্পতিকে আটক করা হয়।

আটকরা হলেন- বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পশ্চিম চরামাউদ্দি গ্রামের কালাম হোসেন (৩৫), তার স্ত্রী আয়েশা আক্তার (৩০) ও প্রাইভেটকার চালক কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার রৌহা গ্রামের রবিউল আউয়াল (৩০)।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজীব বাংলানিউজকে বলেন, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা শহরে অভিযান চালিয়ে প্রাইভেটকারসহ এক দম্পতিকে আটক করা হয়। এ সময় তাদের গাড়ি থেকে ৩৮৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে আগে থেকেই মাদক মামলা রয়েছে।

প্রাথমিক স্বীকারোক্তিতে আটক কালাম জানান, দীর্ঘদিন ধরেই তারা যশোরের বিভিন্ন সীমান্ত থেকে ভারতীয় ফেনসিডিল নিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় চড়া দামে বিক্রি করে আসছিলেন।  

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯ 
ইউজি/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।