ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ছেলের সামনে পানিতে ডুবে বাবার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
ছেলের সামনে পানিতে ডুবে বাবার মৃত্যু প্রতীকী ছবি

বগুড়া: বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় মাছ ধরতে গিয়ে পাঁচ বছরের ছেলের সামনে নদীর পানিতে ডুবে শাহীন মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার হাট ফুলবাড়ির সুখদহ নদীতে এ ঘটনা ঘটে। শাহীন সারিয়াকান্দি উপজেলার গাবতলা এলাকার গফুর মণ্ডলের ছেলে।


 
পুলিশ জানায়, শাহীন কৃষি কাজ করতেন। দুপুরে তিনি তার পাঁচ বছরের ছেলেকে সঙ্গে নিয়ে নদীতে মাছ ধরতে যান। নদীর পাড়ে মাছ শিকার করার সময় মাছ রাখার পাত্রটি নদীর পানিতে ভেসে যাওয়ার সময় সেটি আনতে গিয়ে ডুবে যান শাহীন। এ সময় ছেলে তার বাবাকে পানিতে ডুবে যেতে দেখি চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা সেখানে জড়ো হয়ে শাহীনের ছেলের মুখে ঘটনা শুনে সারিয়াকান্দি ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে শাহীনের মরদেহ উদ্ধার করেন।
   
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
কেইউএ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।