ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ৩ জেলের জরিমানা, ২ লাখ মিটার জাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
নারায়ণগঞ্জে ৩ জেলের জরিমানা, ২ লাখ মিটার জাল জব্দ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ বন্দরের কলাগাছিয়ায় ইলিশ প্রজননের সময়ে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনার ৩ নদীর মোহনায় ইলিশ ধরার অপরাধে ২ লাখ মিটার কারেন্ট জাল, ১০ কেজি ইলিশ জব্দের পাশাপাশি ৩ জেলেকে আটক করেছে কলাগাছিয়া নৌ-পুলিশ। পরে তাদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩০ অক্টোবর) আটক ওই তিন জেলের কাছ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়।

জানা যায়, মঙ্গলবার (২৯ অক্টোবর) দিনগত রাতে কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় আটক ৩ জেলেকে বন্দর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আটক জেলেরা হলেন- মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার ভবানীপুর গ্রামের সাহেব আলী (৪৫), একই গ্রামের সজিব (৩০) ও একই গ্রামের বাবুল (৪০)। রাত দেড়টায় নদীতে কারেন্ট জাল ফেলে মা ইলিশ ধরার সময় নৌ-পুলিশ তাদের জালসহ আটক করে।

বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার জানান, কারেন্টজালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আর ৩ জেলেকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জেলেরা জরিমানার টাকা পরিশোধ করে ছাড়া পায়।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।