বুধবার (৩০ অক্টোবর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডে বঙ্গবন্ধু স্কুল ও নবোদয় সংঘ খেলার মাঠে শহর সমাজসেবা কার্যালয়-৬ এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এসব ভাতা ও ঋণ বিতরণ করেন তিনি।
সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, সমাজসেবায় বর্তমান সরকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করছে।
এ তিনি প্রস্তাবিত বিভিন্ন দাবি দাওয়ার বিষয়েও ব্যবস্থা নিতে সমাজসেবার কর্মকর্তাদের নির্দেশ দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য (এমপি) সাদেক খান, সমাজসেবা অধিদপ্তরের যুগ্ম সচিব আব্দুল্লাহ আল-মামুন।
সমাজসেবায় বিশেষ অবদান রাখার জন্য মন্ত্রী বেসরকারী উন্নয়ন সংস্থা ‘পাথওয়ে’র নির্বাহী পরিচালক মো. শাহিনসহ কয়েকজনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
আরকেআর/এমএ