ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

প্রতিবন্ধীদের ঋণ-ভাতা দিলেন সমাজকল্যাণ মন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
প্রতিবন্ধীদের ঋণ-ভাতা দিলেন সমাজকল্যাণ মন্ত্রী

ঢাকা: অস্বচ্ছল প্রতিবন্ধী, বয়স্ক ভাতা এবং সুদমুক্ত ঋণ বিতরণ করলেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডে বঙ্গবন্ধু স্কুল ও নবোদয় সংঘ খেলার মাঠে শহর সমাজসেবা কার্যালয়-৬ এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এসব ভাতা ও ঋণ বিতরণ করেন তিনি।  

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, সমাজসেবায় বর্তমান সরকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করছে।

আজ ৩৫৩ জনকে বয়স্কভাতা, ২১৩ জনকে প্রতিবন্ধী ভাতা এবং ২৪৫ জনকে সুধমুক্ত মোট ৬১ লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে।  

এ তিনি প্রস্তাবিত বিভিন্ন দাবি দাওয়ার বিষয়েও ব্যবস্থা নিতে সমাজসেবার কর্মকর্তাদের নির্দেশ দেন।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য (এমপি) সাদেক খান, সমাজসেবা অধিদপ্তরের যুগ্ম সচিব আব্দুল্লাহ আল-মামুন।  

সমাজসেবায় বিশেষ অবদান রাখার জন্য মন্ত্রী বেসরকারী উন্নয়ন সংস্থা ‘পাথওয়ে’র নির্বাহী পরিচালক মো. শাহিনসহ কয়েকজনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।  

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
আরকেআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।