ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সরকার শিশুদের নিরাপদ দেশ উপহার দিতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
সরকার শিশুদের নিরাপদ দেশ উপহার দিতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা:  নতুন প্রজন্মই দেশেকে আরও এগিয়ে নেবে। পৌঁছে দেবে উন্নতির শিখরে। বর্তমান সরকার সেই শিশুদের জন্য অনুকূল ও নিরাপদ একটি বাংলাদেশ উপহার দিতে চায় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 

বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর পল্টনে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ আয়োজিত বিশ্ব শিশু দিবস ও শিশু সপ্তাহ উপলক্ষে মাসব্যাপী অনুষ্ঠানের সমাপনি অনুষ্ঠান ও আলোচনা সভায় এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।  

আসাদুজ্জামান খান বলেন, আজকে যারা শিশু, তাদেরকে যদি আমরা সুস্থ-সুন্দর পরিবেশে বিকাশ লাভের সুযোগ করে দেই, তাহলে তারাই হবে এ দেশের একেকজন আদর্শ ও যোগ্য নাগরিক।

দেশের প্রতিটি সেক্টরে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়ে তারা দেশকে এগিয়ে নেবে।  

প্রতিবন্ধী শিশুদের বিশেষ যত্ন ও মর্যাদা নিশ্চিতের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, যারা প্রতিবন্ধী শিশু, তাদেরও আল্লাহ প্রদত্ত  বিশেষ গুণ রয়েছে। তারা অসাধারণ মেধার অধিকারী হয়। আমরা সব শিশুর জন্য একটি নিরাপদ বাংলাদেশ উপহার দিতে চাই। তারা বিশ্বের বুকে এ দেশকে আরও উন্নত শিখরে পৌঁছে দেবে।  

বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের সভাপতি সেলিনা খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সংসদ সদস্য শিরীন আক্তার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শিশু কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম, সাংস্কৃতিক উদযাপন কমিটির চেয়ারম্যান ডা. মাখদুমা নার্গিস, সদস্য সচিব আবুল কালাম আজাদ খান প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
টিএম/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।