বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর পল্টনে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ আয়োজিত বিশ্ব শিশু দিবস ও শিশু সপ্তাহ উপলক্ষে মাসব্যাপী অনুষ্ঠানের সমাপনি অনুষ্ঠান ও আলোচনা সভায় এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আসাদুজ্জামান খান বলেন, আজকে যারা শিশু, তাদেরকে যদি আমরা সুস্থ-সুন্দর পরিবেশে বিকাশ লাভের সুযোগ করে দেই, তাহলে তারাই হবে এ দেশের একেকজন আদর্শ ও যোগ্য নাগরিক।
প্রতিবন্ধী শিশুদের বিশেষ যত্ন ও মর্যাদা নিশ্চিতের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, যারা প্রতিবন্ধী শিশু, তাদেরও আল্লাহ প্রদত্ত বিশেষ গুণ রয়েছে। তারা অসাধারণ মেধার অধিকারী হয়। আমরা সব শিশুর জন্য একটি নিরাপদ বাংলাদেশ উপহার দিতে চাই। তারা বিশ্বের বুকে এ দেশকে আরও উন্নত শিখরে পৌঁছে দেবে।
বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের সভাপতি সেলিনা খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সংসদ সদস্য শিরীন আক্তার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শিশু কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম, সাংস্কৃতিক উদযাপন কমিটির চেয়ারম্যান ডা. মাখদুমা নার্গিস, সদস্য সচিব আবুল কালাম আজাদ খান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
টিএম/এইচজে