বুধবার (৩০ অক্টোবর) মৌলভীবাজার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে একটি দল সরেজমিনে স্থানীয় লোটো শো-রুমে গিয়ে ৪০ হাজার টাকার এ জরিমানা করেন।
আল আমিন জানান, সম্প্রতি শহরের এম সাইফুর রহমান রোডের লোটো শো-রুমে ৫০ শতাংশ ছাড়ে জুতা বিক্রি হচ্ছিল।
অনেক চেষ্টা করেও কোনো প্রতিকার না পেয়ে শেষমেশ মুজিবুর রহমান প্রতিশ্রুতি অনুযায়ী পণ্যসেবা পাননি মর্মে জেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ করেন। এরই পরিপ্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে দুদিন দুই পক্ষের মধ্যে শুনানির পর, বুধবার সরেজমিনে গিয়ে লোটোকে জরিমানা করা হয়।
আইন অনুসারে জরিমানার ৪০ হাজার টাকা থেকে ২৫ শতাংশ, অর্থাৎ দশ হাজার টাকা পান অভিযোগকারী মুজিবুর রহমান।
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
বিবিবি/এইচজে