বুধবার (৩০ অক্টোবর) বিকেলে জেলা মৎস্য কর্মকর্তা সাহেদ আলী বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান গত ৯ অক্টোবর থেকে শুরু হয়।
গত ২১ দিনে ১৬৯টি অভিযান পরিচালিত হয়েছে। এর মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত চালানো হয় ৬৪টি। এসব অভিযানে ২৬১ জন জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। জরিমানা আদায় করা হয়েছে ৬৮ হাজার টাকা। ইলিশ উদ্ধার হয়েছে ১ হাজার ৫২৮ কেজি। ২০ লাখ ৫৭ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধারের পর পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। যার মূল্য প্রায় ২ কোটি ৯২ লাখ টাকা।
বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
এসএইচ