ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
নীলফামারীতে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে ধর্ষণের দায়ে আসামি আমিনুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও নগদ ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। 

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে নীলফামারী নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জেলা ও দায়রা জজ আহসান তারেক ওই দণ্ডাদেশ দেন। রা

দণ্ডপ্রাপ্ত আসামি উপজেলার নিয়ামতপুর গ্রামের পূর্ব দক্ষিণপাড়া মহল্লার মনির উদ্দিনের ছেলে।

বর্তমানে তিনি পলাতক রয়েছেন।  

মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালের ২৪ আগস্ট রাতে সৈয়দপুর বালাপাড়া গ্রামের স্বামী পরিত্যক্তা দুলালী বেগমকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণ করে একই উপজেলার নিয়ামতপুর গ্রামের আমিনুল ইসলাম।  

পরের দিন বিকেলের দুলালী বাদী হয়ে আমিনুলের বিরুদ্ধে সৈয়দপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে (২০০০ (সংশোধিত/০৩) এর ৯ (১)/৩০ ধারা) একটি মামলা দায়ের করেন। ওই মামলার দীর্ঘ তদন্ত শেষে ২০০৪ সালের ৩০ সেপ্টম্বর আদালতে আমিনুলের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সৈয়দপুর থানার উপ-পরিদর্শক আসগর আলী।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী রমেন্দ্র নাথ বর্দ্ধন বাপী বিষয়টি নিশ্চিত করে বলেন, বিচার কাজ শুরুর পর থেকেই আসামি আমিনুল ইসলাম পলাতক রয়েছে। তার বিরুদ্ধে দায়ের করা নারী শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯ (১) আদালতে প্রমাণিত হওয়ায় বিচারক আসামি আমিনুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং নগদ ২০ হাজার টাকা জরিমনা অনাদায়ে আরো ছয় মাসের দণ্ডাদেশ দেন।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।