ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁ কারাগারে আসামির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
নওগাঁ কারাগারে আসামির মৃত্যু

নওগাঁ: নওগাঁ জেলা কারাগারে সাদ্দাম হোসেন ভুট্টু (২৭) নামে এক মাদক মামলার আসামির মৃত্যু হয়েছে। 

বুধবার (৩০ অক্টোবর) বিকেলে তার মৃত্যু হয়। তিনি জেলার ধামইরহাট উপজেলার কমলপুরের আবুল কাশেমের ছেলে।


নওগাঁ জেলা কারাগারের জেল সুপার শাহ আলম খান বাংলানিউজকে জানান, চলতি মাসের ৩ তারিখে সাদ্দাম হোসেন ভুট্টুকে মাদকের একটি মামলায় গ্রেফতার করে ধামইরহাট থানা পুলিশ। পরদিন তাকে আদালতে সোপর্দ করলে আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে জেলা কারাগারে পাঠায়। এরপর থেকে তিনি জেলহাজতে ছিলেন। বুধবার বিকেলে সাদ্দামের বুকে ব্যথা শুরু হলে তাকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
এমআরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।