ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

অটো টেম্পু ও থ্রি হুইলারের রেজিস্ট্রেশন-রুট পারমিট দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
অটো টেম্পু ও থ্রি হুইলারের রেজিস্ট্রেশন-রুট পারমিট দাবি

যশোর: যশোরে সড়কে অটো টেম্পু ও থ্রি হুইলার চলাচলের জন্য বিআরটিএ রেজিস্ট্রেশন ও রুট পারমিটের দাবিতে মানববন্ধন পালিত হয়েছে। এ কর্মসূচি শেষে জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া হয়েছে স্মারকলিপিও।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে যশোর জেলা অটো টেম্পু ও অটো থ্রি হুইলার চালক শ্রমিক ইউনিয়ন এ কর্মসূচি পালন করে।

শহরের দড়াটানা মোড়ে আয়োজিত মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

বিক্ষোভ মিছিলটি যশোর কালেক্টরেট চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশ শেষে জেলা প্রশাসকের কাছে দেওয়া হয় স্মারকলিপি।

মানববন্ধনে সংগঠনের সভাপতি শিমুল সরদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন যশোর জেলা অটো টেম্পু ও অটো থ্রি হুইলার চালক শ্রমিক ইউনিয়নের (রেজি. ১৫১৮) সাধারণ সম্পাদক ইউসুফ শিকদার।

চালক শ্রমিক ইউনিয়নের নেতারা বলেন, মালিক ও চালকদের সংগঠন শ্রম দপ্তর থেকে রেজিস্ট্রেশন পাওয়ার পর বিআরটিএ’র কাছ থেকে রুট পারমিট নিয়ে অটো টেম্পো ও থ্রি হুইলার সড়কে চালিয়ে আসছিল। কিন্তু আকস্মিকভাবে রেজিস্ট্রেশন ও রুট পারমিট বন্ধ করে দেওয়ায় বেকার হয়ে মালিক ও চালকরা মানবেতর জীবনযাপন করছেন। এ অবস্থায় সড়কে চলাচলের জন্য বিআরটিএ রেজিস্ট্রেশন ও রুট পারমিট পুনরায় চালু করতে হবে। সড়কে নির্বিঘ্নে অটো থ্রি হুইলার চালানোর অনুমতি প্রদান, যাত্রী নিয়ে রাস্তায় বের হলে ট্রাফিক বিভাগের হয়ারনি বন্ধ করতে হবে।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
ইউজি/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।