বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়৷
মুক্তা বেগম ধামরাই থানার বালিয়া ইউনিয়নের বাস্তা গ্রামের আফসার উদ্দিনের মেয়ে। তিনি স্বামী রবিউলের বাড়ি গাংগুটিয়া ইউনিয়নের বালিয়াপাড়ায় থাকতেন।
পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে গত রোববার (২৭ অক্টোবর) গাংগুটিয়া ইউনিয়নের বালিয়াপাড়া এলাকার স্বামীর বাড়িতে বিষ পান করেন মুক্তা। পরে চিকিৎসার জন্য স্বজনরা তাকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান। খরর পেয়ে পুলিশ ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাইদ বাংলানিউজকে বলেন, প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণেই তিনি বিষপান করেছেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
এনটি