ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ব্যবসায়ীর জেল-জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ব্যবসায়ীর জেল-জরিমানা প্রতীকী ছবি।

বরিশাল: নোংরা পরিবেশ, মেয়াদোত্তীর্ণ খাবার ও মেয়াদের তারিখ উল্লেখ না থাকায় বরিশালের দুই ব্যবসায়ী ও এক ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজারকে অর্থদণ্ড ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (৩০ অক্টোবর) বিকেলে এ অভিযান পরিচালনা করেন বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে নগরীর রূপাতলী বাসস্ট্যান্ড এলাকার মামনি মিষ্টান্ন ভান্ডারের মালিক মধুসূদন ঘোষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

এদিকে, নষ্ট মিষ্টি ও দুগ্ধজাতীয় খাবার বিক্রির অপরাধে সাতক্ষীরা মিষ্টান্ন ভান্ডারের মালিক গকুল ঘোষকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।  

অপরদিকে, বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারের ম্যানেজার রবিন দাসকে ২০ হাজার টাকা জরিমানা একইসঙ্গে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।  

অভিযানের সময় আরও ছিলেন- বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ সোয়াইব মিয়া।

পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন কোতোয়ালি মডেল থানা পুলিশ ও ডিবি পুলিশের সদস্যরা।

বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
এমএস/কেএসডি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।