বুধবার (৩০ অক্টোবর) বিকেলে এ অভিযান পরিচালনা করেন বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে নগরীর রূপাতলী বাসস্ট্যান্ড এলাকার মামনি মিষ্টান্ন ভান্ডারের মালিক মধুসূদন ঘোষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে, নষ্ট মিষ্টি ও দুগ্ধজাতীয় খাবার বিক্রির অপরাধে সাতক্ষীরা মিষ্টান্ন ভান্ডারের মালিক গকুল ঘোষকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
অপরদিকে, বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারের ম্যানেজার রবিন দাসকে ২০ হাজার টাকা জরিমানা একইসঙ্গে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযানের সময় আরও ছিলেন- বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ সোয়াইব মিয়া।
পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন কোতোয়ালি মডেল থানা পুলিশ ও ডিবি পুলিশের সদস্যরা।
বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
এমএস/কেএসডি/আরএ