এ ঘটনায় ধানুয়া গ্রামের মোফাজ্জলের ছেলে শহিদ ও মোরশেদ নামে দুই জনকে আটক করা হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে কামালপুর ইউনিয়নে ধানুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জামালপুর ডিবি পুলিশের ওসি আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ধানুয়া গ্রামের নুর ইসলামের ছেলে মাদকবিক্রেতা রহিম বক্সকে আটক করে। পরে স্থানীয় আরও মাদকবিক্রেতারা একজোট হয়ে ডিবি পুলিশের ওপর হামলা চালিয়ে রহিমকে ছিনিয়ে নেয়।
এ ঘটনায় ধানুয়া গ্রামের দুই জনকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০২০৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
আরএ