বুধবার (৩০ অক্টোবর) রাত ৮টায় জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোমেন এ তথ্য নিশ্চিত করেন।
অভিযুক্ত দু’জন হলেন- কনস্টেবল হাবিব ও জনি।
মোমেন জানান, যাত্রীবাহী অটোরিকশা থেকে টাকা নিয়ে শহরের মূল রাস্তায় প্রবেশ করতে সহযোগিতা করতেন হাবিব ও জনি।
জেলা পুলিশ সুপারের কাছে এমন অভিযোগ আসার পর তাদের তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়।
বাংলাদেশ সময়: ০৩৩৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
কেএসডি/আরএ