ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

না'গঞ্জে চাঁদাবাজির অভিযোগে ২ পুলিশ প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
না'গঞ্জে চাঁদাবাজির অভিযোগে ২ পুলিশ প্রত্যাহার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে প্রধান সড়কে অটোরিকশা প্রবেশ করাতে চালকের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে ২ পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) রাত ৮টায় জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোমেন এ তথ্য নিশ্চিত করেন।

অভিযুক্ত দু’জন হলেন- কনস্টেবল হাবিব ও জনি।

জেলা পুলিশ সুপারের নির্দেশে তাদের প্রত্যাহার করা হয়।

মোমেন জানান, যাত্রীবাহী অটোরিকশা থেকে টাকা নিয়ে শহরের মূল রাস্তায় প্রবেশ করতে সহযোগিতা করতেন হাবিব ও জনি।

জেলা পুলিশ সুপারের কাছে এমন অভিযোগ আসার পর তাদের তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়।

বাংলাদেশ সময়: ০৩৩৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯

কেএসডি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।