বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভোর ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, গুরুতর আহত অবস্থায় বিল্লালকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে সকাল ৭টায় মৃত ঘোষণা করেন।
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কামাল বেপারীর ছেলে বিল্লাল।
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহিন উদ্দিন জানান, ভোরে খবর পেয়ে বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ পাশের রাস্তা থেকে আহত অবস্থায় প্রথমে তাকে উদ্ধার করা হয়। কোনো যানবাহনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে, কেউ কোনো যানবাহন দেখেন নি। বিল্লাল কিছুটা মানসিক ভারসাম্যহীন। তার পরিবার গ্রামে থাকে। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
এইচএডি/