ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সৌদি আরবে ক্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
সৌদি আরবে ক্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা

ঢাকা: ২০১৫ সালে হজ পালনের সময় সৌদি আরবে ক্রেন দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহয়তা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সহায়তা দেওয়া হয়।

সৌদি আরবে ক্রেন দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে চেক হস্তান্তর করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব এম শহীদুল হক উপস্থিত ছিলেন।

সৌদি আরবে ক্রেন দুর্ঘটনায় নিহত আবুল কাশেম মুন্সীর পরিবারকে ২ কোটি ২৬ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। এছাড়া আহত সরদার আব্দুর রব ও মোহাম্মদ নাজিম উদ্দীনকে ১ কোটি ১৩ লাখ টাকা করে দেওয়া হয়। সৌদি সরকার এ আর্থিক সহায়তা দিয়েছে।

২০১৫ সালে হজ পালনের সৌদি আরবে ১০৭ জন নিহত ও ২৩৮ জন আহত হয়।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
টিআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।