বৃহস্পতিবার (৩১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সহায়তা দেওয়া হয়।
সৌদি আরবে ক্রেন দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে চেক হস্তান্তর করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
সৌদি আরবে ক্রেন দুর্ঘটনায় নিহত আবুল কাশেম মুন্সীর পরিবারকে ২ কোটি ২৬ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। এছাড়া আহত সরদার আব্দুর রব ও মোহাম্মদ নাজিম উদ্দীনকে ১ কোটি ১৩ লাখ টাকা করে দেওয়া হয়। সৌদি সরকার এ আর্থিক সহায়তা দিয়েছে।
২০১৫ সালে হজ পালনের সৌদি আরবে ১০৭ জন নিহত ও ২৩৮ জন আহত হয়।
বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
টিআর/ওএইচ/