ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কাশিমপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
কাশিমপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

গাজীপুর: গাজীপু‌রের কা‌শিমপুর হাই‌সি‌কিউ‌রি‌টি কে‌ন্দ্রীয় কারাগা‌রে ব‌ন্দি সা‌মেজ উ‌দ্দিন (৫২) নামে এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদীর মৃত্যু হ‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার (৩১ অ‌ক্টোবর) বেলা পৌনে ১১টার দি‌কে চি‌কিৎসাধীন অবস্থায় তি‌নি মারা যান। বেলকু‌চি থানার একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সামেজ উদ্দিন টাঙ্গাই‌লের ঘাটাইল থানার সা‌লেংকা এলাকার শা‌হের আলীর ছে‌লে। 

কা‌শিমপুর হাই‌সি‌কিউ‌রি‌টি কে‌ন্দ্রীয় কারাগা‌র সূ‌ত্রে জানা গে‌ছে, সা‌মেজ উ‌দ্দিন গত ১৯ থে‌কে ২২ অ‌ক্টোবর পর্যন্ত অসুস্থ্য হ‌য়ে গাজীপু‌রের শহীদ তাজউদ্দীন আহমদ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি ছি‌লেন। প‌রে তা‌কে আবার কারাগা‌রে আনা হয়।

চি‌কিৎসকদের পরাম‌র্শে বৃহস্প‌তিবার সকা‌লে ফের সা‌মেজ‌ উ‌দ্দিন‌কে ওই হাসপাতা‌লে নেওয়া কথা ছিল। কিন্তু তার আ‌গেই সকাল ৮টার দিকে অসুস্থ্য হ‌য়ে প‌ড়েন তি‌নি। প‌রে তা‌কে দ্রুত ওই হাসপাতা‌লে নি‌য়ে ভ‌র্তি করা হয়। এক পর্যা‌য়ে বেলা পৌ‌নে ১১টার দি‌কে চি‌কিৎসাধীন অবস্থায় তি‌নি মারা যান।

কারাগা‌রের সি‌নিয়র জেল সুপার শাহজাহান আহ‌মেদ বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে বাংলানিউজকে জানান, সা‌মেজ উ‌দ্দিন (ক‌য়েদী নং ১৩৮৪/এ) হা‌র্টের রোগী ছি‌লেন। হা‌র্টের সমস্যার কারণে তা‌কে হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়। প‌রে হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় তি‌নি মারা যান।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, অ‌ক্টোবর ৩১, ২০১৯
আরএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।