ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর শুদ্ধি অভিযানকে সমর্থন জানিয়ে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
প্রধানমন্ত্রীর শুদ্ধি অভিযানকে সমর্থন জানিয়ে মানববন্ধন

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দুর্নীতি, সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদবিরোধী অভিযানকে সমর্থন জানিয়ে মানববন্ধন করেছে ‘মুক্তিযোদ্ধা ঐক্য মঞ্চ’ ও ‘বিচ্ছু বাহিনী’।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা ঐক্য মঞ্চের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন মজুমদার।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ‘বিচ্ছু বাহিনী’র কমান্ডার জহির উদ্দিন জালাল ওরুফে বিচ্ছু জালাল। বক্তব্য রাখেন আবদুল জব্বার, মোশাররফ হোসেন, এনামুল হক প্রমুখ।

মানববন্ধনে বক্তারা সমাজের প্রতিটি স্তরে দুর্নীতি, সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদসহ নানা অপরাধের মূল উদঘাটন করার জন্য সরকারের কাছে আহ্বান জানান।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বক্তারা কোনো দুর্নীতিবাজ, কোনো প্রশ্নবিদ্ধ মুক্তিযোদ্ধাকে সংসদে, উপজেলা, জেলা ও কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের দায়িত্বে না রাখার জন্য অনুরোধ করেন।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, অক্টোবর ৩১,২০১৯
পিএস/ এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।