ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ইইউতে মিয়ানমারের জিএসপি বাতিলের সুপারিশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
ইইউতে মিয়ানমারের জিএসপি বাতিলের সুপারিশ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ফাইল ফটো

ঢাকা: রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারকে চাপে রাখতে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) প্রতি দেশটির জিএসপি (শুল্কমুক্ত বাজার সুবিধা) বাতিলের সুপারিশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। 

বৃহস্পতিবার ( ৩১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউরোপ সফরকালে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেছি।

তাদের বলেছি, এ সংকট সমাধানে মিয়ানমারকে চাপে রাখতে ইউরোপিয়ান ইউনিয়নের প্রতি দেশটির জিএসপি সুবিধা বাতিলের সুপারিশ করেছি।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন সম্প্রতি জার্মানি, ফ্রান্স, ইতালি, গ্রিস ও আজারবাইজান সফর শেষে দেশে ফিরেছেন।

এর আগে, মন্ত্রণালয়ে সৌদি আরবে ক্রেন দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে আর্থিক সহয়তা প্রদান অনুষ্ঠানে এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, মিয়ানমারের পক্ষ থেকে স্বেচ্ছায় রোহিঙ্গাদের ফিরে যাওয়ার দাবি যাচাই-বাছাই করা হবে। তারপর আপনাদের জানাবো।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
টিআর/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।