বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ফেনীর ৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাহিদুজ্জামান বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, মঙ্গলবার (২৯ অক্টোবর) পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের ভারতীয় সীমান্ত সংলগ্ন সত্যনগর গ্রাম থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সুবার বাজার সীমান্ত ফাঁড়ির জোয়ানরা নারী ও শিশুসহ তিন ভারতীয় নাগরিককে আটক করে।
কিন্তু বিএসএফ ওই নাগরিকদের ফেরত নিতে রাজি হয়নি। আটকের সময় তাদের কাছে ভারতীয় জাতীয় পরিচয়পত্র, ইনকাম ট্যাক্সের কাগজপত্র, মোবাইল ফোন এবং নগদ দুই হাজার ৪শ’ টাকা পাওয়া যায়।
আটকরা হলেন- বিধান চন্দ্র দাশ (৪৪), তার স্ত্রী স্বপ্না বালা দাশ (৩৫) ও ছেলে নিলয় চন্দ্র দাশ (১৩)। তারা ভারতের আসাম রাজ্যের গোলাঘাট জেলার ধনশিবি মহকুমার চুঙাজান থানার কিয়াজু গাঁওয়ের বাসিন্দা।
এ ঘটনায় বুধবার (৩০ অক্টোবর) বিজিবির সুবার বাজার সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার কমলেশ চন্দ্র রায় বাদী হয়ে পরশুরাম মডেল থানায় মামলা করেন। পরে বিধান ও স্বপ্নাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। এবং নিলয়কে গাজীপুরে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠাতে বলা হয়েছে।
আদালতে বিধান চন্দ্র দাশ বাংলানিউজকে জানান, আটকদের বাড়ি নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জব্বার থানার চর ভাটা গ্রামে। দুই ভাই ভারতের আসামে থাকেন এবং দুই ভাই বাংলাদেশে পৈতৃক বাড়িতেই থাকেন। তারা বেড়ানোর উদ্দেশে বাংলাদেশে আসছিলেন। তবে পাসপোর্ট ও ভিসা না করে অবৈধ পথে আসায় তারা আটক হয়েছেন।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
এসএইচডি/এফএম/ওএইচ