বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে ভূরুঙ্গামারী উপজেলা চত্বরে আয়োজিত অবিভাবক-শিক্ষার্থী সমাবেশে বাল্যবিয়ে মুক্ত উপজেলা ঘোষণা দেন রংপুর বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম।
এর আগে ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়, মিড-ডে মিল চালু, ফুল-ফলের চারা বিতরণ, বাংলাদেশ ও আলোর বাতিঘর কর্মসূচি উদ্বোধনসহ বাল্যবিয়েকে লালকার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ নেওয়া ও বাল্যবিয়ে বিরোধী শোভাযাত্রার আয়োজন করা হয়।
আলোচনা সভায় ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এইচ. এম মাগফুরুল হাসান আব্বাসীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন, উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন, ভূরুঙ্গামারীর এএসপি সার্কেল শওকত আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান সিরাজ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিন আহমেদ, প্ল্যান ইন্টারন্যাশনালের রংপুর ডিভিশনাল ম্যানেজার আশীষ কুমার বকসী, আরডিআরএস’র ডিরেক্টর (ফিল্ড অপারেশন) হুমায়ুন খালেদ, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক প্রমুখ।
আরডিআরএস বাংলাদেশের ‘বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস’ (বিবিএফজি) প্রকল্পের সহযোগিতায় ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
২০৩১ সালের মধ্যে টেকসই উন্নয়নের দেশ বিনিমার্ণে প্রকৃত সাফল্য অর্জনে পুরুষের পাশাপাশি নারীর ক্ষমতায়নে প্রাথমিকভাবে ভূরুঙ্গামারী উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত উপজেলা ঘোষণা করা হয়।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
এফইএস/এফএম