ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

‘রূপনগরে বিস্ফোরণে আহতদের উন্নত চিকিৎসার সামর্থ্য নেই’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
‘রূপনগরে বিস্ফোরণে আহতদের উন্নত চিকিৎসার সামর্থ্য নেই’ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম

ঢাকা: রাজধানীর রূপনগরে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় হতাহতরা নিম্নআয়ের পরিবারের সদস্য জানিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম বলেছেন আহতদের উন্নত চিকিৎসা দেওয়ার মতো তেমন সামর্থ্য নেই। তাই সরকারের উচিত তাদের সু-চিকিৎসার খরচ বহনে এগিয়ে আসা।

রূপনগরে বেলুন ফোলানোর সময় সিলিন্ডার বিস্ফোরণর ঘটনায় আহতদের দেখতে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আসেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। পরে হাসপাতাল থেকে বের হওয়ার সময় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, হাসপাতালের বেডে আহত নারীর (জান্নাত) ডান হাত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তিনি তো খেটে খাওয়া একজন মানুষ। এখন তিনি কীভাবে কাজ করবেন। আমরা না হয় তাকে কৃত্রিম হাতের ব্যবস্থা করে দিলাম। কিন্তু এটা দিয়েও কী তিনি আগের মতন কাজ করতে পারবেন?

তিনি বলেন, ঘটনাটি খুব মানবিক বিপর্যয়। এতোগুলো শিশু অকালে মারা গেলো। আমি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবো, যাতে আহতদের সু-চিকিৎসা নিশ্চিতে তারা সহায়তা করেন।

তিনি আরও বলেন, শিশুদের অভিভাবকেও সচেতন হওয়া প্রয়োজন।   শিশুদের স্কুলমুখী করতে হবে। আহত একটি শিশুর মায়ের সঙ্গে কথা বললাম। তার সন্তান নাকি স্কুলে পড়ে, অথচ ঘটনার দিন সে রাস্তায়। যদি স্কুলে থাকতো, তাহলে এ ঘটনা কবলে তাকে পড়তে হতো না।

চকবারের চুরিহাট্টায় সিলিন্ডার বিস্ফোরণ থেকে হতাহতের ঘটনা আগেও ঘটেছে উল্লেখ করে নাসিমা বেগম বলেন, চুরিহাট্টার ঘটনা থেকে সবার শিক্ষা নেওয়া উচিত। পাশাপাশি সিলিন্ডার ব্যবহারে সবাইকে সতর্ক হতে হবে। তাছাড়া এটি নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি করা প্রয়োজন।

এর আগে বুধবার (৩০ অক্টোবর) বিকেল ৩টার দিকে রাজধানীর রূপনগর আবাসিক এলাকায় বেলুন ফোলানোর একটি সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শিশুর মৃত্যু হয়। আহত হয় ১২ শিশুসহ ১৭ জন।  

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।