মালেকা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ভুলাভিটা এলাকার হযরত আলীর মেয়ে। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে তার কয়েদি নম্বর-৯১৫/এ।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার সালমা খাতুন বাংলানিউজকে জানান, ২০১৬ সাল থেকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে বন্দি ছিলেন মালেকা। বৃহস্পতিবার দুপুরে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান। তিনি খিলগাঁও থানায় নারী ও শিশু আইনের ৬ (২) ধারায় দায়ের করা একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
আরএস/ওএইচ/