ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে অবৈধ অটোরিকশা বন্ধ হচ্ছে শুক্রবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
রাজশাহীতে অবৈধ অটোরিকশা বন্ধ হচ্ছে শুক্রবার

রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) এলাকায় থাকা ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশা বন্ধ হচ্ছে শুক্রবার (১ নভেম্বর)। শুক্রবার সকাল থেকেই এ লক্ষ্যে মহানগর এলাকায় রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশার বিরুদ্ধে অভিযান চালাবে রাসিক।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাসিকের রাজস্ব বিভাগের উপ-যানবাহন শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, ১ নভেম্বর থেকে সিটি করপোরেশন ও আরএমপি’র সহযোগিতায় অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশা নীতিমালা অনুযায়ী অভিযান শুরু করা হবে।

তিনচাকা বিশিষ্ট ব্যাটারিচালিত (চার্জার) রিকশা রাজশাহী মহানগরীতে চলাচল করতে পারবে না। অটো/চার্জার রিকশা রেজিস্ট্রেশন কার্ড ও চালক রেজিস্ট্রেশন কার্ড গাড়িতে রাখতে হবে। যারা ৩১ অক্টোবরের মধ্যে নগর ভবন থেকে রেজিস্ট্রেশন সংগ্রহ করেননি বা নবায়নের আবেদন করেননি ১ নভেম্বর থেকে তারা সড়কে রিকশা চালাতে পারবেন না।

এছাড়া শুক্রবার থেকে অটোরিকশা জোড় সংখ্যার রং মেরুন ও বিজোড় সংখ্যার রং সবুজ করে রাস্তায় রেজিস্ট্রেশন করা রিকশা বের করতে হবে। মাসের প্রথম ও তৃতীয় সপ্তাহ সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেরুন রং এবং দুপুর ২টা ৩০টা থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত সবুজ রং এর অটোরিকশা চলাচল করবে। মাসের দ্বিতীয় ও চতুর্থ সপ্তাহ সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সবুজ রং এবং দুপুর ২টা ৩০ মিনিট থেকে রাত ১০টা ৩০মিনিট পর্যন্ত মেরুন রং এর অটোরিকশা চলাচল করবে। তবে শুক্রবার সারাদিন ও সরকারি ছুটির দিনে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত উভয় রংয়ের অটোরিকশা চলাচল করতে পারবে।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।