বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মুজিববর্ষ ২০২০ সামনে রেখে পরিচ্ছন্ন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ‘পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’ এই ধারণা সর্বব্যাপী ছড়িয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে বিএসটিআইতে পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
এসময় বিএসটিআইর সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মহাপরিচালক বলেন, বিএসটিআই বাংলাদেশের একমাত্র মান নির্ধারণী প্রতিষ্ঠান। তাই জনগণের প্রতি, রাষ্ট্রের প্রতি আপনাদের দায়বদ্ধতা অনেক বেশি। ভোক্তারা যাতে বিএসটিআইর মান চিহ্নের প্রতি আস্থা অর্জন করতে পারেন সে লক্ষ্যে কাজ করতে হবে।
পাশাপাশি তিনি বিএসটিআই কর্মকর্তা-কর্মচারীদের সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও দ্রুততম সময়ে জনগণকে সেবা ও পণ্যের মানের বিষয়ে আপসহীন থাকতে নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
এসএমএকে/এএ