গাইবান্ধা: গাইবান্ধা জেলার ব্রহ্মপুত্র ও যমুনা নদে মা ইলিশ শিকারের দায়ে ২২ দিনে ৪২ জন জেলেকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে ১৭ জনকে কারাদণ্ড ও ২৫ জনকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় ব্যানার্জী বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গত ৯ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২দিন সরকারিভাবে জেলেদের ইলিশ ধরা নিষিদ্ধ করা হয়েছিল।
এ সময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ ঘোষণা করা হয়। সরকারি বিধি নিষেধ অমান্যকারী যেসব জেলে মা ইলিশ শিকার করেছে তাদের ৪২ জনকে কারাদণ্ড ও জরিমানা দেওয়া হয়েছে। এছাড়া টানা ২২ দিনে জেলায় ২০টি মোবাইল কোর্ট এবং ১৩৪টি অভিযান পরিচালনা করে সাড়ে ৪২ কেজি ইলিশ মাছ উদ্ধার ও ১ লাখ ৪৮ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস করা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা আব্দুদ দাইয়ান বাংলানিউজকে জানান, এ সময়ে মা ইলিশ ডিম পাড়ার জন্য উজানে আসে। যে সব নদ-নদীতে ইলিশ পাওয়া যায়, সেখানে মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছিল। এ সময়ে জেলার ৩ হাজার ৫২২ জন জেলেকে সরকারি বিশেষ বরাদ্দের ভিজিএফ এর ২০ কেজি করে চাল বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
এসএইচ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।