ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ঝুট গুদামে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২১ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৯
গাজীপুরে ঝুট গুদামে আগুন ঝুট গুদামে আগুন। ছবি: বাংলানিউজ

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় কয়েকটি ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, আমবাগ পশ্চিমপাড়া এলাকায় টিনশেডের কয়েকটি ঝুট গুদামে আগুন লাগলে স্থানীয়রা তা নেভানোর চেষ্টা করেন ও ফায়ার সার্ভিসে খবর দেন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

 

জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জাকারিয়া খান জানান, খবর পেয়ে জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাচ্ছেন।  

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
আরএস/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।