ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকা-টাঙ্গাইল এসি বাস চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩০ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৯
ঢাকা-টাঙ্গাইল এসি বাস চলাচল বন্ধ

টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল রুটে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) থেকে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস চলাচল বন্ধ হয়ে গেছে। পরিবহন শ্রমিক ইউনিয়নের চাহিদামতো একটি বাস ওই সার্ভিসে অন্তর্ভূক্ত না করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

বাস-মিনিবাস মালিক সমিতি সূত্র জানায়, ঢাকা-টাঙ্গাইল রুটে সোনিয়া এন্টারপ্রাইজ এবং সকাল-সন্ধ্যা এন্টারপ্রাইজ নামে দুটি পরিবহন কোম্পানি এসি বাস পরিচালনা করে। প্রতিটি কোম্পানি সাতটি করে বাস চালায়।

টাঙ্গাইল থেকে প্রতি ঘণ্টায় একটি এসি বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। অনুরূপভাবে ঢাকা থেকেও প্রতি ঘণ্টায় টাঙ্গাইলের দিকে একটি করে এসি বাস ছেড়ে আসে। সম্প্রতি উজ্জল হোসেন নামে এক ব্যক্তি একটি এসি বাস আনেন। তিনি তার বাস ওই কোম্পানির সিরিয়ালে চালানোর জন্য চাপ সৃষ্টি করেন। এজন্য তিনি রাজনৈতিক প্রভাবও খাটান বলে পরিবহন মালিক সমিতি সূত্র জানায়। পরে উজ্জল হোসেনের পক্ষ নেয় পরিবহন শ্রমিক ইউনিয়ন। তারা সোনিয়া এন্টারপ্রাইজের মালিককে তাদের সিরিয়ালে উজ্জল হোসেনের বাস চালানোর জন্য চাপ দেয়। কিন্তু সোনিয়া এন্টারপ্রাইজ কর্তৃপক্ষ তাদের সিরিয়ালে ওই বাস না নেওয়ায় পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতারা সোনিয়া সার্ভিস থেকে তাদের সব শ্রমিক বুধবার (৩০ অক্টোবর) থেকে প্রত্যাহার করে নেয়। পরে বৃহস্পতিবার থেকে মালিক সমিতি অপর শীতাতপ বাস সার্ভিস সকাল-সন্ধ্যাও বন্ধ রাখার সিদ্ধান্ত দেন।

এ ব্যাপারে বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি খন্দকার ইকবাল হোসেন বাংলানিউজকে জানান, শীতাতপ বাস সার্ভিসের সিরিয়াল নিয়ন্ত্রণ সম্পূর্ণ ওই মালিকরা করে থাকেন। তারা তাদের নিজস্ব কাউন্টার থেকেই সার্ভিস পরিচালনা করেন। একজন মালিক শ্রমিক ইউনিয়নকে প্রভাবিত করে শীতাতপ সার্ভিসে বাস ঢোকানোকে কেন্দ্র করে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন সরকার বাংলানিউজকে জানান, শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সোনিয়া পরিবহনের সিরিয়ালে উজ্জল হোসেনের বাসটি চালানোর অনুরোধ করেছিল। তাদের কথা না রাখায় ইউনিয়নের শ্রমিকরা সোনিয়া পরিবহনে কাজ করা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।