ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

‘সব আন্দোলনে ছাত্রসমাজের ভূমিকা অবিস্মরণীয়’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৪ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৯
‘সব আন্দোলনে ছাত্রসমাজের ভূমিকা অবিস্মরণীয়’ বক্তব্য রাখছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। ছবি: বাংলানিউজ

ঢাকা: দেশের সব মুক্তি-সংগ্রামে ছাত্রসমাজের ভূমিকা অবিস্মরণীয় বলে মন্তব্য করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। তিনি বলেন, ভাষা আন্দোলন, ছয় দফা, গণঅভ্যুত্থানসহ সব গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রসমাজ অবিস্মরণীয় ভূমিকা রেখেছেন। স্বাধীনতার জন্যেও অসংখ্য ছাত্রছাত্রী অকাতরে জীবন বিসর্জন দিয়েছেন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিলের ৮ম বর্ষপূর্তি উদযাপন ও তৃতীয় জাতীয় সম্মেলন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

কে এম খালিদ বলেন, আর্তের সেবা, অস্বচ্ছল ছাত্রছাত্রীদের সহযোগিতা, বন্যার্তদের ত্রাণ, শীতার্তদের বস্ত্রপ্রদান, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিসহ মানবতার কল্যাণে সবার আগে এগিয়ে আসে ছাত্রসমাজ।

কোনো জাতি যখন ধ্বংসের দ্বারপ্রান্তে এসে পৌঁছায়, তখন সে জাতিকে টেনে তুলে সঠিক পথের দিশা দেয় ছাত্রসমাজ।

তিনি বলেন, সব ধরনের পঙ্কিলতা ও বদনাম থেকে বেরিয়ে এসে ছাত্রসমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ-জাতি গঠনে আত্মনিয়োগ করতে হবে। প্রধানমন্ত্রী ছাত্রসমাজকে সঠিক পথে আনতে সর্বাত্মক পদক্ষেপ নিয়েছেন।

বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিলের সভাপতি মো. সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. আখতারুজ্জাহান পুলক, রেমোটেক্স কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কামাল উদ্দিন, স্কলার্স প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক হাবিবুল আলম শিমুল, ইউনাইটেড হসপিটাল লিমিটেডের পরিচালক জি এম ফারুক প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
ডিএন/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।