বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার আগ্রাদ্বিগুন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সহকারী উপ পরিদর্শক (এএসআই) বাশির ও কনস্টেবল মুনির।
জেলা পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নান মিয়া বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, রাতে বিশেষ অভিযানে নওগাঁ শহর থেকে আগ্রাদ্বীগুন হয়ে ধামইরহাট উপজেলার দিকে যাচ্ছিল বেশকয়েক জন ডিবি সদস্য। এ সময় আগ্রাদ্বিগুন বাজার এলাকায় তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে পাশের খাদে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে পত্নীতলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ গুলো উদ্ধার করে।
বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
এসএইচ/এমএমএস