বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে ওই মেসে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জামায়াত নেতা আজাহারুল ইসলামের রায়কে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করছিল বলে দাবি পুলিশের।
অভিযানকালে ঘটনাস্থল থেকে ৭টি হাসুয়া, বেশকিছু জিহাদী বই এবং ৮টি ককটেল জব্দ করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলো- নবাবগঞ্জ পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড শিবির সভাপতি আজিজ, সদর উপজেলার মহারাজপুর ইউনিযন শিবির সভাপতি ওমর ফারুক, ভোলাহাট উপজেলা শিবির সেক্রেটারি শামীম এবং শিবিরকর্মী সিয়াম ও শফিকুল।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, জামায়াত নেতা আজাহারুল ইসলামের রায়কে কেন্দ্র করে বেশকিছু শিবির নেতাকর্মী নাশকতার পরিকল্পনা করছে- এমন সংবাদের ভিত্তিতে শহরের বেলতলা এলাকার একটি মেসে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ২০ থেকে ২৫ জন শিবির নেতাকর্মী পালিয়ে গেলেও ৫ শিবির নেতাকে আটক করা হয়। পরে সেখানে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, জিহাদী বই ও ৮টি ককটেল জব্দ করা হয়।
এ ব্যাপারে সদর থানায় পুলিশ বাদী হযে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
এসএইচ