ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দর বাংলাদেশ গড়তে কাজ করছে শুভসংঘ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৪ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৯
সুন্দর বাংলাদেশ গড়তে কাজ করছে শুভসংঘ

বগুড়া: দৈনিক কালের কণ্ঠের পাঠক ফোরাম শুভসংঘের বগুড়া শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে শুভ উৎসব। এতে অংশ নিয়েছেন রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ২২টি জেলার প্রতিনিধি ও শুভসংঘের সদস্যরা।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় বগুড়ার হোটেল মম ইনের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালের কণ্ঠ সম্পাদক ও কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন।

কালের কণ্ঠ বগুড়া ব্যুরো প্রধান লিমন বাসারের সভাপতিত্বে শুভসংঘের পরিচালক জাকারিয়া জামানের সঞ্চালনায় উৎসবের আলোচনায় ইমদাদুল হক মিলন বলেন, ‘তারুণ্যের শক্তিকে ঐক্যবদ্ধ করতে সারাদেশে কাজ করছে শুভসংঘ।

আমরা এখন প্রায় পাঁচ লাখ সদস্যের একটি বৃহৎ পরিবার। অসহায় নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে এবং সুন্দর একটি বাংলাদেশ গড়তে কাজ করছে শুভসংঘ। ’

তিনি বলেন, ‘আমরা এমন মানুষ তৈরি করার কাজ করছি, যারা সমাজকে সামনের দিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাবে। সমাজে অনেক টাকাওয়ালা মানুষ দেখা যায়, কিন্তু ক’জন ভালো কাজে অসহায় মানুষের পাশে থাকে? অনেক মঞ্চ-মাতানো বক্তা দেখি, কিন্তু তাদেরও তো সমাজ পরিবর্তনের জন্য এগিয়ে আসতে দেখি না। যারা উপকারে আসে তারাই মানুষ। তাই সমাজে সত্যিকারের মানুষের দরকার। যে মানুষ থাকবে সবার পাশে। আজকের পৃথিবীতে একটি সংবাদপত্র শুধু সংবাদ প্রকাশ করে দায় এড়াতে পারে না। দরকার সত্যিকারের মানুষ তৈরির জন্য কাজ করা। সে চিন্তা থেকেই ‘শুভসংঘ’র কার্যক্রম শুরু করি। ’শুভসংঘ আয়োজিত শুভ উৎসবে দৈনিক কালের কণ্ঠ সম্পাদক ও কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনসহ উপস্থিতির একাংশশুভসংঘের কার্যক্রম তুলে ধরে কালের কণ্ঠ সম্পাদক বলেন, ‘অসহায় মানুষের পাশে দাঁড়ানো, গাছ লাগানো, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, মাদকবিরোধী সচেতনতামূলক অনুষ্ঠান, শিশুদের নিয়ে ভিন্নধর্মী আয়োজন, বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠচক্র, পথশিশুদের পাশে থাকা, বন্যার্তদের পাশে থেকে সহায়তা এবং সর্বোপরি দেশের যে কোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে থেকে শুভ কাজ করে যাচ্ছে শুভসংঘ। ’

ইমদাদুল হক মিলন আরও বলেন, বসুন্ধরা গ্রুপের ইস্টওয়েস্ট মিডিয়া গ্রুপের দৈনিক কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, নিউজ টোয়েন্টিফোর, রেডিও ক্যাপিটাল ও অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম সমাজ পরিবর্তনে কাজ করে যাচ্ছে। যার জন্য সার্বক্ষণিক উৎসাহ দিচ্ছেন গ্রুপের চেয়ারম্যান। শুভকাজে মালিকপক্ষের এমন উৎসাহ সারাদেশের লাখ লাখ শুভার্থীদের প্রতিনিয়ত ভালো কাজের জন্য অনুপ্রেরণা দেয়।

উৎসবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা, শুভসংঘ বগুড়া জেলা শাখার উপদেষ্টা আব্দুল মান্নান আকন্দ, বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান, জেলা জাসদের সভাপতি তানসেন আলম, বগুড়া ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার, দৈনিক চাঁদনী বাজারের সম্পাদকমণ্ডলীর সভাপতি সাগর কুমার রায় প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
কেইউএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।