ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কাউন্সিলর মঞ্জুর বিরুদ্ধে দুই মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৪ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৯
কাউন্সিলর মঞ্জুর বিরুদ্ধে দুই মামলা

ঢাকা: র‌্যাবের হাতে গ্রেফতার দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ময়নুল হক মঞ্জুর বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিনগত রাতে র‌্যাব বাদী হয়ে রাজধানীর ওয়ারী থানায় মামলা দুটি দায়ের করে।

র্যাব-৩ এর অপারেশন অফিসার অতিরিক্ত পুলিশ সুপার এ. বি. এম. ফয়জুল ইসলাম বাংলানিউজকে জানান, কাউন্সিলর মঞ্জুর কার্যালয় থেকে অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে।

ওয়ারী থানায় দায়েরকৃত মামলা নম্বর - ২৬ ও ২৭।

চলমান শুদ্ধি অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে নিজের কার্যালয় থেকে ময়নুল হক মঞ্জুকে আটক করে র‌্যাব-৩। এ সময় তার কার্যালয় থেকে দুইটি আগ্নেয়াস্ত্র, মাদক ও নিষিদ্ধ ওষুধ উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, কাউন্সিলর মঞ্জু চাঁদাবাজির মাধ্যমে কোটি কোটি টাকা অবৈধভাবে অর্জন করেছেন এবং সেসব অর্থ আমেরিকায় বসবাসরত পরিবারের কাছে হুন্ডির মাধ্যমে পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে। চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড ছিল মঞ্জুর আয়ের উৎস।

বাংলাদেশ সময়: ০১৪৩ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৯
পিএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।