বৃহস্পতিবার (৩১ অক্টোবর ) মহাত্মা গান্ধীর সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সংগঠন কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বৈশ্বিক টেকসই উন্নয়ন কর্মসূচীকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে গান্ধীজীর উন্নয়ন চিন্তাকে ভিত্তি হিসেবে ধরা হচ্ছে বলে উল্লেখ করে ড. দেবপ্রিয় বলেন, দারিদ্রতা হচ্ছে সবচেয়ে বড় সহিংসতা এর বহুমাত্রিকতা রয়েছে।
ড. নিমচন্দ্র ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন ড. অরুণ গোস্বামী। আলোচনায় অংশ নেন নির্মল রোজারিও, ভদন্ত সুনন্দপ্রিয় ভিক্ষু। স্বাগত বক্তব্য দেন এ্যাড. রাণা দাশগুপ্ত। অনুষ্ঠান পরিচালনা করেন প্রাণতোষ আচার্য। এছাড়া তেজগাঁও সম্মিলিত গানের দল এতে সঙ্গীত পরিবেশন করে।
বাংলাদেশ সময়: ০২৩২ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৯
টিআর/এমএএম/এমএমএস