ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বান্দরবানে বিআরটিসির সাথে পরিবহন মালিক সমিতির বৈঠক অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৯
বান্দরবানে বিআরটিসির সাথে পরিবহন মালিক সমিতির বৈঠক অনুষ্ঠিত

বান্দরবান: বান্দরবানে সিডিউলের বাইরে গাড়ি ছাড়াকে কেন্দ্র করে পরিবহন ধর্মঘট ও বিআরটিসি কাউন্টারে হামলাসহ বিভিন্ন বিষয় নিয়ে পরিবহন মালিক সমিতি ও বিআরটিসি বান্দরবানের কর্তৃপক্ষের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বান্দরবান পৌর মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় বৈঠকে শৈলশোভা মালিক সমিতির সভাপতি আবদুল কুদ্দুস, পৌর মেয়র ইসলাম বেবী, পরিবহণ মালিক সমিতির নেতা ঝুন্টু দাশ, অমল দাশ, প্রদীপ দাশ এবং বিআরটিসি বান্দরবানের ব্যবস্থাপক সাদেক হোসেন চৌধুরী জেলা যুবলীগের আহবায়ক ক্যালু মং, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুর রহমান রাশেদ, সাংবাদিক এসবাসু দাশ, ঠিকাদার রাজু বড়ুয়া, টিআই সালাউদ্দিন মামুন, চিং থোয়াই মার্মা, সহ অনেকে উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে জানা যায়, বান্দরবান চট্টগ্রাম রুটে প্রতিদিন বিআরটিসির ৩টি করে উভয় দিক থেকে ৬টি বাস চলাচল করবে এবং বিআরটিসির বাস চলাচলে মালিক সমিতির পক্ষ থেকে ভবিষ্যতে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে না। বিআরটিসি কাউন্টারে হামলার জন্য দুঃখ প্রকাশ করেন পরিবহন নেতারা। ভুল বোঝাবুঝির কারণে এটি হয়েছে। বৈঠকে যাত্রী সেবা ও পরিবহন নিয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে বলেও জানান বৈঠকে উপস্থিত একাধিক নেতা।

দীর্ঘদিন ধরে বান্দরবান-চট্টগ্রাম সড়কে পূরবী-পূর্বাণী পরিবহনের একচেটিয়া ব্যবসা, যাত্রী হয়রানি ও অনুন্নত সেবার কারনে যাত্রীদের দাবীর মুখে ২৭ অক্টোবর সরকারী বাস সার্ভিস বিআরটিসি চালু হলে ২৮ অক্টোবর সিডিউলের বাইরে গাড়ি ছাড়ার অজুহাতে বিআরটিসি পরিবহন বন্ধে ধর্মঘট ও বিআরটিসি কাউন্টারে হামলা চালায় পরিবহন শ্রমিকরা।

বাংলাদেশ সময়: ০৭২০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।