ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় মাটিতে পুঁতে রাখা শিশুর মরদেহ উদ্ধার, আটক ৫

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৯
খুলনায় মাটিতে পুঁতে রাখা শিশুর মরদেহ উদ্ধার, আটক ৫ আদনান বাবু। ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনায় মাটিতে পুঁতে রাখা আদনান বাবু (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিনগত রাতে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় বাবু নিখোঁজ হয়।

পরে রাত ১২টা ৪৫ মিনিটের দিকে বাড়ির পাশের একটি গর্তে পুঁতে রাখা অবস্থায় বাবুকে দেখে পুলিশে খবর দেন স্বজনরা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে ওই এলাকার পাঁচজনকে আটক করেছে পুলিশ।

বাবু খুলনার রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের বাদাল গ্রামে জাহাঙ্গীর হোসেনের ছেলে। বাবু স্থানীয় নুরানী তালিমুল কোরআন মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল।

নিহত বাবুর মামাতো ভাই এস এম বোরহান উদ্দিন বাংলানিউজকে বলেন, ৩১ অক্টোবর বাবু মসজিদে মাগরিবের নামাজ পড়তে যায়। পরে ফিরে না আসায় তাকে অনেক খোঁজাখুঁজিসহ এলাকায় মাইকিং করা হয়। এরপর গ্রামবাসী খোঁজাখুজির এক পর্যায়ে বাবুদের বাড়ির ২০০ গজ দূরে একটি ঘেরের ভেড়িতে নতুন মাটি কাটা দেখতে পায়। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে সেখানে দুই ফুট মাটি খুঁড়ে বাবুর মরদেহ দেখে পুলিশে খবর দেয়। বাবুর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে ও ঘাড় ভেঙে দেওয়া হয়েছে। বাবুর পরিবারের সঙ্গে পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করেছেন তিনি।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বাংলানিউজকে বলেন, ওই শিশুকে হত্যার পর মাটিতে পুঁতে রাখা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে ওই এলাকার আশপাশের পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে জন্য পাঠানো হয়েছে বলেও জানান ওসি জাকির।  

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৯
এমআরএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।