ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ফাহাদ হত্যাকাণ্ডের চার্জশিট শিগগিরই: মনিরুল ইসলাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৯
ফাহাদ হত্যাকাণ্ডের চার্জশিট শিগগিরই: মনিরুল ইসলাম 'ছাত্ররাজনীতি নয় মূল্যবোধের অবক্ষয়ের কারণেই ফাহাদ হত্যাকাণ্ড' শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার অংশগ্রহণকারীদের সঙ্গে অতিথিরা

ঢাকা: আবরার ফাহাদ হত্যার ঘটনায় মামলা রুজু হওয়ার আগেই আসামিরা গ্রেফতার হয়েছে। ১৯ জনের নামে মামলা হয়। ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামিরা। শিগগিরই চার্জশিট জমা দেওয়া হবে। চার্জশিটে আরও নাম আসতে পারে। এ হত্যাকাণ্ডে জড়িতরা দুর্বৃত্ত। তারা অপরাধী। তারা কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারে না।

শুক্রবার (১ নভেম্বর) সকালে 'ছাত্ররাজনীতি নয় মূল্যবোধের অবক্ষয়ের কারণেই ফাহাদ হত্যাকাণ্ড' শীর্ষক ইউসিবি পাবলিক পার্লামেন্ট শিরোনামে এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা রাজধানীর বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) অনুষ্ঠিত হয়। এতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিযোগিতার আয়োজক সংগঠন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের কিছু রীতিনীতি আছে। সেগুলো মানতে হয়। হত্যাকাণ্ড, বড় যে কোনো ধরনের অপরাধের সঠিক তথ্য থাকলে পুলিশ ঘটনাস্থলে যেতে পারে। কিন্তু টহল পুলিশের কাছে তেমন কোনো সঠিক তথ্য ছিল না।  

তিনি বলেন, রাজধানীতে প্রতি মাসে অন্তত ২০টি হত্যাকাণ্ড হয়। এগুলো অরাজনৈতিক। পারিবারিক, প্রেম-ভালোবাসা এসব হত্যাকাণ্ডের কারণ। এগুলো কোনোভাবেই রাজনীতির সঙ্গে জড়িত না। এগুলো সাধারণত মূল্যবোধের বিষয়।

ছাত্ররাজনীতি না থাকলে দেশে প্রকৃত রাজনীতিবিদ থাকবে না। তাই শিক্ষাজীবন থেকেই নেতৃত্বের গুণাবলীর চর্চা করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মনোভাব গড়ে তুলতে হবে। মানবিক মূল্যবোধ, সৎ ও চরিত্রবান, আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে চাইলে ছাত্ররাজনীতির বিকল্প নেই।

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ফাহাদ হত্যাকাণ্ড অত্যন্ত বেদনার, দুঃখের, কষ্টের। একজন সহপাঠী অন্য সহপাঠীকে, বন্ধু বন্ধুকে, ভাই ভাইকে কীভাবে হত্যা করে তা বোধগম্য নয়।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্ররাজনীতির নামে যে র‌্যাগিং, টর্চার সেল, দখল, আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, সন্ত্রাস চলছে তা শুধু রাজনীতি বন্ধ করলেই নির্মূল করা সম্ভব হবে না। এজন্য দরকার মূল্যবোধের চর্চা।

'ছাত্ররাজনীতি নয় মূল্যবোধের অবক্ষয়ের কারণেই ফাহাদ হত্যাকাণ্ড' শীর্ষক এ বির্তক প্রতিযোগিতায় তেজগাঁও কলেজ ও সরকারি বাঙলা কলেজের বিতার্কিকরা অংশ নেন। এতে জয়ী হয় সরকারি বাঙলা কলেজ।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৯
পিএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।